নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলি জেলার খানাকুল থানার মাইনান গ্রামে নাবাবিয়া মিশনের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ফজলুর রহমান ( রা:) স্মৃতি খানকাহ শরীফে, ঈদ মিলন উৎসব উপলক্ষে, আলহাজ শেখ শাহাদত হোসেন, নাবাবীয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবার বিশিষ্ট সমাজসেবী শেখ জাফর ইকবাল, সমাজসেবী জাহাঙ্গীর মণ্ডল সমাজসেবী শেখ রিয়াজুল শেখ তামিম আহমেদ, শেখ শাহনাজ, শেখ সাইফুদ্দিন, শেখ মোহাম্মদ সিদ্দিক, শেখ শাহাবুদ্দিন, আবু জাফর, শেখ আবু নাসার, শেখ জাহির ইকবাল সহ বিশিষ্ট জনেরা হাজির ছিলেন। সম্প্রীযির,ভাতৃত্ব ও ভালোবাসা বার্তা এই মিলন সব থেকে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct