সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল শনিবার বিকেলে। উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটের গলাসিয়া সেবক সংঘ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। গলাসিয়া সেবক সংঘ ও গলাসিয়া সেবক সংঘ উচ্চ বিদ্যালয় যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করে। এদিনের সেমিনারের বিষয়বস্তু ছিল “শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও উদ্বুদ্ধ করণে শিক্ষক ও অভিভাবক গণের ভূমিকা এবং বর্তমান পেক্ষিতে নাগরিক ভাবনা।” সেমিনারে বক্তব্য রাখেন জ্যাংড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা গলাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক চন্দনময় ভট্টাচার্য, ডিরোজিও মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সৈকত মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রফিকুল ইসলাম, ২০২৩ উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধীকারী শুভ্রাংশু সরদার ও দ্বিতীয় স্থানাধীকারী আবু সামা প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শেখ রাহানাতুল্লা।শুভ্রাংশু সরদার ও আবু সামাকে এদিন আয়োজকদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। শুভ্রাংশু ও আবু সামা পড়ুয়াদের উদ্দেশ্য বিশেষ বার্তা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct