আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাত কবলিত দেশ সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ভয়াবহ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দেশটির স্থানীয় সময় বিকেলের দিকে সরকার নিয়ন্ত্রিত হোমস প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠন’কে দায়ী করা হয়েছে। সরকারি বার্তা সংস্থা সানা প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহর হোমসে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সামরিক একাডেমির স্নাতক অনুষ্ঠানে হামলা করেছে।এদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন নারী। এ ছাড়া অন্তত ১২০ জন আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। শুক্রবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার। এদিকে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে জানিয়ে সামরিক বিবৃতিতে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ড্রোন হামলার বিষয়ে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct