নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: শিয়ালদহ ডিভিশনের ভগবানগোলা রেল ষ্টেশনে আজ একটি ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে।। রেল ষ্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সহ একাধিক দাবি ষ্টেশন মাষ্টারের কাছে পেশ করা হয়েছে।।ভগবানগোলা ষ্টেশনটি সীমান্তবর্তী হওয়ায় এর গুরুত্ব অপরিসীম।। বাংলাদেশ সীমান্ত চর লবণ গোলা সহ রানীতলা থানার আখেরীগঞ্জের নির্মলচর থেকে শুরু করে ও লালগোলা থানার কিছু অংশের মানুষ এই ষ্টেশনে এসে যাত্রা করে।। যাত্রীসংখ্যা বেশি হওয়া সত্বেও যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বলে কিছু নেই।।মাত্র একটি টিকিট কাউন্টার যেখান সংরক্ষিত ও অসংরক্ষিত দুই ধরনের টিকিট দেওয়া হয় ফলে প্রত্যেকদিন শিয়ালদহ গামী ট্রেন গুলোতে কাউন্টারে লাইন দেওয়া সত্বেও অনেক যাত্রী টিকিট পাই না।। আবার শৌচালয়ে জল থাকে না এবং অবস্থা অত্যন্ত নোংরা নিয়মিত পরিস্কারও হয় না।। আর্সেনিক কবলিত এলাকা হলেও কোন আয়রন, আর্সেনিক যুক্ত জলের ব্যবস্থা নেই টিবওয়ালের জলই ভরসা যাত্রীদের।। প্ল্যাটফর্মে শেড নেই রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাত্রীদের নিয়মিত যাত্রা করতে হয়।। পর্যাপ্ত লাইট নেই ফলে প্ল্যাটফর্মে সন্ধ্যার পর চলে মাদক দ্রব্যের বেচা- কেনা।। নিরাপত্তাহীনতায় ভোগে বিশেষ করে মহিলা যাত্রীরা।। সাধারণ যাত্রীদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য কোনো প্রতীক্ষালয় নেই।। নিত্য যাত্রীদের অভিযোগ ভগবানগোলা ফ্ল্যাগ ষ্টেশন ক্যাটাগরি এন এস জি ৫ হওয়া সত্বেও যাত্রী পরিষেবা নেই বললেই চলে। এই মর্মে আজ একটি দাবিপত্র তুলে দেওয়া হয় ষ্টেশন মাষ্টার কে।। ষ্টেশন মাষ্টার উক্ত বিষয় গুলির অভাব আছে সেটা মেনে নেন ও দাবিপত্রটি সংশ্লিষ্ট উচ্চকতৃপক্ষের নিকট প্রেরণ করবেন বলে জানান।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct