নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে রাজ্যে সম্প্রদায়ের মধ্যে বিভাজনের বীজ বপন করার অভিযোগ করেছেন। কলকাতা উত্তরে টিএমসি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি সমাবেশে বক্তৃতা করে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাম্প্রতিক বৈঠকের দিকে ইঙ্গিত করেন, যেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী শহরের মাড়োয়ারি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছিলে এবং সেখানে তিনি বিজেপির আর্থিক ক্ষমতা তুলে ধরেন। এ নিয়ে মমতা বলেন, বিজেপি একটি ভাল অর্থপ্রাপ্ত দল, যে কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীদের তারা বেছে নিতে পারে নিজেদের পর্যাপ্ত সম্পদের জন্য। ব্যক্তিগত স্বাধীনতা আছে তারা কাদের সাথে মিলবেন নিজের ইচ্ছা মতো। এতে আমার কোন আপত্তি নেই। যাইহোক, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই। ব্যবসায়ীরা এত বছর ধরে বাংলায় কি আমরা আপনাকে সমর্থন করিনি, যখনই বাংলায়, তাদের সম্প্রদায় নির্বিশেষে প্রতিটি বাসিন্দাকে আমাদের একজন বলে মনে করা হয়?মমতা ভাষা, ধর্ম এবং জাতিগত ভিত্তিতে বিভাজন পোষণ করার জন্য বিজেপির নিন্দা করেন ও সেই সঙ্গে লোকদের এই ধরনের কৌশলের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান। মমতা বলেন, বিজেপি সর্বদা এই বাঙালি-অ-বাঙালি ভাগ করে। বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজনের বীজ বপন করছে বিজেপি। দয়া করে তাদের ফাঁদে পড়বেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে “বাংলায় দুর্গাপূজা, সরস্বতী পূজার অনুমতি দেওয়া হচ্ছে না” বলে মিথ্যা ছড়ানোর অভিযোগ করে মমতা বলেন,“রাজ্যের প্রতিটি নাগরিক জানে এটি একটি নির্জলা মিথ্যা।” মমতা তাদেরকে সরস্বতী পূজা এবং জগন্নাথ পূজার মন্ত্র পাঠ করার জন্য চ্যালেঞ্জ করেন ও বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে তাদের পরিচিতি নিয়ে প্রশ্ন তোলেন।বাংলার নীতি ও রীতিনীতি সম্পর্কে মোদির বোঝার অভাবের উপর জোর দিয়ে মমতা মোদি অমিত শাহকে বিভিন্ন বিষয়ে একটি পাবলিক বিতর্কে আমন্ত্রণ জানান।তিনি বলেন, মোদীর সাথে দশজন অফিসার এবং একজন টেলিপ্রম্পটার থাকেন সাংবাদিক সম্মেলনের সময়। অথচ মমতা মিডিয়া ও জনসাধারণের সামনে স্বতঃস্ফূর্তভাবেই কথা বলেন। তাই মমতা মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন সাহস থাকলে তিনি সাংবাদিক সম্মেলন এড়িয়ে গিয়ে মিডিয়ার অলিখিত প্রশ্নের সরাসরি মুখোমুখি হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct