অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করা হলো বম্ব ডিস্পোজাল স্কোয়াডের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত আত্রেয়ী নদী সংলগ্ন কল্যাণী ঘাট এলাকায় নিষিদ্ধ বাজিগুলি নিষ্ক্রিয় করা হয়, মালদা সিআইডির বোম স্কোয়ার্ডের তরফে।জানা গিয়েছে, বালুরঘাট থানার তরফে বিভিন্ন সময় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা বাজিগুলিকেই শনিবার নিষ্ক্রিয় করা হয়। সব মিলিয়ে প্রায় কুড়ি কেজির কিছু বেশি বাজি নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে, বাজি নিষ্ক্রিয় করাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জনবিরল এলাকাকে বেছে নেওয়া হয়। এদিন কল্যাণী ঘাট এলাকায় বাজি নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন, বালুরঘাট থানার পুলিশ, সিআইডি ও বোম্ব স্কোয়ার্ড এর অফিসার ও কর্মীরা। এ বিষয়ে বালুরঘাট দমকল বিভাগের ওসি বাপন দাস জানান, বোম্ব স্কোয়াড, সিআইডি ও পুলিশের উপস্থিতিতে আজ বেশ কিছু নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করা হলো। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে যে সমস্ত সতর্কমূলক বিষয়গুলি থাকা দরকার, সেইসব সব বিষয় মাথায় রেখেই বাজি নিষ্ক্রিয় করা হয়ে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct