আপনজন ডেস্ক: পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম মেশিন মোতায়েন করেছে সৌদি আরব। গত মঙ্গলবার এ মেশিন মোতায়েন করা হয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গ্র্যান্ড মসজিদ এবং নবী সা. -র পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্ট শেখ ডক্টর আবদুল রহমান আল-সুদাইস মঙ্গলবার এ ধরনের চারটি নতুন মেশিনের উদ্বোধন করেছেন, যেগুলো মসজিদ এবং এর আঙিনা পরিষ্কার রাখবে। এই মেশিনগুলো মসজিদের ভেতরের ধুলো শোষণ করবে, কার্পেট ঝাড়ু দেবে এবং সিঁড়ি, এস্কেলেটর এবং মেঝে পরিষ্কার করবে। পবিত্র দুই মসজিদে ইবাদতকারীদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করার উদ্যোগের অংশ এটি এসপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct