আপনজন ডেস্ক: ইসরায়েল বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরের শহর আলেপ্পোর প্রধান বিমানবন্দরগুলোতে হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের সিরিয়া সফরের এক দিন আগে এই হামলার ঘটনা ঘটল।স্থানীয় শাম এফএম বলেছে, উভয় হামলার জবাবে সিরিয়ার বিমান ব্যবস্থা ব্যবহৃত হয়েছে। হামলায় ক্ষতি হয়েছে।আলেপ্পো বিমানবন্দরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু দামেস্ক বিমানবন্দরে হামলার প্রভাব সম্পর্কে কোনো তথ্য দেয়নি তারা।ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণত এ ধরনের ঘটনার বিষয়ে মন্তব্য করে না। বৃহস্পতিবারও তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct