আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন:, চতুর্থ শ্রেণীর ছাত্রের বিষধর সাপের কামড়ে মৃত্যু হল ১০ বছর বয়সী এক কিশোরের ঘটনায় শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়। ঘটনাটি নদিয়ার বাবলা গোবিন্দপুর উত্তর কায়স্থ পাড়ার। পরিবারের সূত্রে জানা গেছে মৃত কিশোরের নাম নারায়ন দেবনাথ। ওই কিশোর চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত। বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ ওই কিশোর ও তার মা সন্ধ্যা দেবনাথ মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎই কিশোরের ঘুম ভেঙে যায়। চোখ ফেরাতেই দেখে ঘরের ভেতরে একটি সাপ রয়েছে। প্রতিবেশীদের জানাতেই ছুটে আসে এক ব্যক্তি, সেও এসে দেখে ঘরের ভেতরে রয়েছে একটি সাপ। যদিও সাপটিকে ঘরের ভেতর থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে মধ্যরাতে ওই কিশোরের অবস্থার অবনতি হয়,কিন্তু কিশোরকে যে সাপে কামড়েছে তা বুঝতে পারিনি কিশোরের মা। প্রথমে শুরু হয় বমি, এরপর মুখ দিয়ে লালা ঝরতে থাকে।বেগতিক দেখে ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে,এরপর চিকিৎসকদের সমস্ত ঘটনা খুলে বলে পরিবার তারপর ওই কিশোরের চিকিৎসা শুরু হয়। ভোররাতে হাসপাতালে মৃত্যু হয় কিশোরের। প্রতিবেশীদের দাবি সাপটিকে তারা যখন দেখেছিলেন অনেকটাই কালাচ সাপের মত রঙ ছিল গায়ের, তাই ওই কিশোরকে কালাচ সাপ কামড়েছে বলে দাবি করছেন প্রতিবেশীরা। আজ সকালে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে কিশোরের মা সন্ধ্যা দেবনাথ। যদিও রাতে ওই কিশোরের বাবা রতন দেবনাথ বাড়িতে ছিলেন না বলে জানা যায়। শুক্রবার কিশোরের মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়না তদন্তের জন্য পাঠায় মর্গে। যদিও ওই কিশোরকে কোন বিষধর সাপে কামড়েছে তা সনাক্ত করতে পারিনি চিকিৎসকেরা। তবে কিশোরের যে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানান পরিবার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct