আপনজন ডেস্ক: লোকসভা ও রাজ্যসভায় বিরোধীরা বৃহস্পতিবার সংসদের নিরাপত্তা নিয়ে উচ্চস্বরে স্লোগান দিয়েছে, সরকারের কাছে জবাব দাবি করেছে। কিন্তু তাদের কোনো প্রশ্নের উত্তর সরকার দেয়নি, তবে সংসদে অনুপযুক্ত আচরণের কারণে বিরোধী দলের ১৫ জন সংসদ সদস্যকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। পরে তা কমে হয় ১৪জন। হাউস থেকে সাংসদদের সাসপেন্ড করার বিষয়ে জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন বলেছেন, এই সাংসদদের সাসপেনশন সরকারের ব্যর্থতা আড়াল করার জন্য করা হয়েছিল এবং এইভাবে সরকার বিরোধীদের মধ্যে ভয় তৈরি করতে চায়, কিন্তু তাদের তা বোঝা উচিত নয়। ভয় সৃষ্টি করে শাসন করা যাবে না।
রাজীব আরও বলেন, বুধবার যে দু’জন লোক সংসদে প্রবেশ করেছিল তারা যদি মুসলমান হত বা কংগ্রেস নেতা যে তাদের পাস দিত আজ বিজেপির লোকেরা সারা দেশজুড়ে ঝড় তুলত। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ তারা মুসলমান ছিলেন না। কংগ্রেস সাংসদ আব্দুল খালিক বলেন, যাকে সাসপেন্ড করা উচিত ছিল তাকে তারা সাসপেন্ড করেনি, সংসদে প্রবেশের পাস একটি বিজেপি সাংসদ জারি করেছিলেন, তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শুধু দাবি করেছি এই ঘটনার নিন্দা করা উচিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct