নুরুল ইসলাম খান, হিঙ্গলগঞ্জ, আপনজন: ‘যে কোনও সংবর্ধনা প্রাপককে কাজে উৎসাহিত করে।’ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত কৃতিদের সংবর্ধনা দিতে গিয়ে কথাগুলি বলেন কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন। গতকাল কেক কেটে কলেজের বিশতম প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক ও কলেজ পরিচালন সমিতির সদস্য শ্রী দেবেশ মণ্ডল। ২০২৩ সালে কলেজের বিভিন্ন ঘটনাবলী সম্বলিত একটি রিপোর্ট কার্ড ‘এক নজরে এক বছরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়’ প্রকাশ করেন বিধায়ক দেবেশ মণ্ডলসহ উপস্থিত এম.আর.গ্ৰুফ অফ কলেজেস ও হসপিটালস-এর ডিরেক্টর ড. জাহিদুল সরকার, কলেজ পরিচালন সমিতির সদস্য সুদীপকুমার মণ্ডল, অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সম্পাদক মহঃ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক ড. ঈশিতা দে ও বাংলাদেশ থেকে আগত কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, মুফতি তাহেরুজ্জামান, টাকী সরকারি কলেজের অধ্যাপক বিশ্বজিৎ দাস। এই অনুষ্ঠানে ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত একক গ্ৰন্থকার হিসেবে সংবর্ধিত হন শেখ কামাল উদ্দীন। এদিনের অনুষ্ঠানের শুরুতে মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের মধুসূদন গবেষক ও আলোকচিত্রকর মুফতি তাহেরুজ্জামান মাইকেল মধুসূদন দত্তের উপর একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র দেখান। কবি খসরু পারভেজ ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হতে পরামর্শ দেন। জাহিদুল সরকার স্বনির্ভরতার উপর জোর দেন। সুদীপকুমার মন্ডল কলেজ প্রতিষ্ঠার ইতিহাস বর্তমান পড়ুয়াদের সামনে উল্লেখ করেন। বিধায়ক দেবেশ মণ্ডল কলেজের প্রাক্তন, বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভবিষ্যতে কলেজের সব রকম প্রয়োজনে তিনি পাশে থাকবেন। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বনানী চৌধুরী, সৌমিতা মল্লিক, মনামী মুখার্জী, ঈশিতা দে প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সম্পাদক মহঃ গোলাম মর্তুজা, পারমিতা সরকার, মায়া মজুমদার, উদয় দাস, স্বপন কুমার পাল, সোমা দাস, দেবলীনা ব্যানার্জী, রীতা পাল, প্রশান্ত চক্রবর্তী, সঞ্জয় পাল, বিকাশ দাস, সমরেশ সরদার প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কিঙ্কর মণ্ডল। সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct