আপনজন ডেস্ক: ক্যাবল কারে করে পাহাড়ি উপত্যকা অতিক্রম করছিলেন ছয় শিশুসহ আট যাত্রী। মাঝপথে হঠাৎই সেটির তার ছিড়ে যাওয়ায় আটকে যায় কারটি। ফলে পাহাড়ে ঝুলন্ত অবস্থায় আটকা পড়েন কারটির ভেতরে থাকা যাত্রীরা। মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বাট্টাগামে ঘটেছে এই ঘটনা। শিশুরা স্কুলে যাওয়ার জন্য উপত্যকা অতিক্রম করতে ওই ক্যাবল কারে উঠেছিল। এরপরই দুর্গম পাহাড়ি অঞ্চলে যাত্রার মাঝপথে ১২০০ ফুট (প্রায় ৩৬৫ মিটার) উচ্চতায় ক্যাবল কারটি আটকে যায়। মূলত ক্যাবল কার যে মোটা দড়ির মাধ্যমে চলে, সেই দড়ি ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা আব্দুল বাসিত খান বলেছেন, ক্যাবল কার বর্তমানে একটি দড়িতে ঝুলন্ত অবস্থায় আছে। চেয়ারলিফ্টের মধ্যে প্রাথমিকভাবে স্কুলছাত্র মিলে মোট আটজন যাত্রী রয়েছে বলে জানা গেছে।’ ‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি’ এক বিবৃতিতে বলেছে, ছয় শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক কমপক্ষে ৯০০ ফুট উচ্চতায় ওই কারের ভিতর আছে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালাতে বলা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রাদেশিক কর্মকর্তা সৈয়দ হাম্মাদ হায়দার বলেছেন, ক্যাবল কারটি মাটি থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে ঝুলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct