আপনজন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের চলমান সংঘাতে প্রায় ১০০ বিদেশি নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকই ২৫ জন। এ ছাড়া আহত বা জিম্মি হয়েছে বিভিন্ন দেশের বেশ কয়েকজন। দক্ষিণ ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছিলেন তারা। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল-হামাস লড়াইয়ে অন্তত ২৫ মার্কিন নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ১৭ নাগরিকের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। চলমান এই সংঘাতে থাইল্যান্ডের অন্তত ২০ জন নিহত হয়েছে। ১৩ জন আহত হয়েছে এবং ১৪ জনকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক রয়েছে। তাদের বেশিরভাগই কৃষি খাতে কাজ করে। আকস্মিক এ হামলায় ফ্রান্সের ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ আছে ১৮ জন। বুধবার নিজেদের ১১ নাগরিকের এমন মৃত্যুর জন্য শোক প্রকাশ করে ফ্রান্স। নেপালের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলার অন্যতম কেন্দ্রস্থল কিবুতজ আলুমিমে তাদের ১০ জন নাগরিক নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct