আপনজন ডেস্ক: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার আবাসিক কোচিংয়ের জন্য অনলাইন আবেদন করার প্রক্রিয়া শুরু করছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার (প্রিলিমিনারি কাম মেইন) বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। এই বিনামূল্যে প্রশিক্ষণ পাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ এসসি, এসটি ও ওবিসিরাও।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। চলবে ৫ অক্টোবর, ২০২০ বিকাল পাঁচটা পর্যন্ত। বিনামূল্যে ইউপিএসসির কোচিং নেওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। এই প্রবেশিকা পরীক্ষা হবে মাত্র পাঁটি শহরে। সেগুলি হল: আলিগড়, লখনউ, শ্রীনগর, পাটনা ও মালাপ্পুরম।
তবে, যেসমস্ত আবেদনকারী বিনামূল্যে এই কোচিং নেওয়ার জন্য আবেদন করবেন তাদেরকে ৫০ টাকা ফি দিতে হবে। প্রবেশিকা পরীক্ষায় থাকবে জেনারেল স্টাটিজ ও সিএসএটি-র উপর প্রশ্নে মাল্টিপল চয়েস এবং দুটি বিবরণ মূলক রচনা। প্রয়োজনে বিস্তারিত জানার জন্য আবেদনকারীরা 07017035731 নম্বরে যোগাযোগ করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct