আপনজন ডেস্ক: উইঘুর মুসলিমদের আর চীনের হাতে তুলে দেবে না বলে জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিভাগের একজন মন্ত্রী। এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী মুহিত রিদজুয়ান মোহাম্মদ ইউসুফ বলেছেন,' যে সব উইঘুর মুসলিমরা চীন থেকে মালয়েশিয়া পালিয়ে এসেছে, তাদের আর কোনভাবেই চীনের হাতে তুলে দেওয়া যাবে না। এমনকি অনুরোধ করলেও তা মানা হবে না। চীনের কোন দাবি আমরা মানবো না। আমরা চাই না ওই সব মানুষগুলোকে আবারও বন্দী করে তাদের ওপর নির্যাতন করুক চীন।' খবর অনুযায়ী ২০১৮ সালে চীন থেকে মালয়েশিয়ায় পালিয়ে আসা উইঘুর মুসলিমদের তুরস্কে পাঠিয়েছিল মোহাম্মদ মাহাথির সরকার। মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল চীন। চীনের বিরোধিতা করলে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরাসরি জানিয়ে দেয়, তিনি খারাপ কিছুই করেননি। যেটা করেছেন মানবতার খাতিরে করেছেন। অন্যদিকে জাতিসংঘ বলছে, জঙ্গিবাদ দমন এবং কারিগরি শিক্ষা ও দক্ষতার নাম করে দীর্ঘদিন ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমদের বন্দি করেছে চীন প্রজাতন্ত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct