আপনজন ডেস্ক: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই পিছনোর দাবিতে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মমতা বলেছেন, এখন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে নির্দেশ মতো সেপ্টেম্বরে হবে নিট, জেইই ২০২০ পরীক্ষা। আমি আবার কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি ঝুঁকির ব্যাপারটি খতিয়ে দেখার জন্য এবং পরিস্থিতির ভিত্তিতে এই পরীক্ষাগুলি পুনরায় স্থগিত করার জন্য। সকল ছাত্রছাত্রীদের প্রতি এটা আমাদের কর্তব্য যে তাদের সুরক্ষার পরিবেশ সুনিশ্চিত করা।
মমতা আরও বলেছেন, প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে আমার শেষ ভিডিয়ো কনফারেন্সে কলেজ, বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের শেষে বার্ষিক পরীক্ষা নেওয়ার ইউজিসির নির্দেশিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। কারণ, এতে ছাত্রছাত্রীদের জীবনে এক বড় ঝুঁকি থেকে যাবে।
Now with the directive of @EduMinOfIndia to conduct NEET, JEE 2020 in Sep, I would again appeal to the Centre to assess the risk and postpone these examinations until the situation is conducive again. It is our duty to ensure a safe environment for all our students. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2020
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি সংস্থা এনটিএ-র তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা। আর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। এই নিয়ে কিছু অভিভাবক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কেন্দ্র নির্ধারিত দিনে পরীক্ষা সংগঠিত করার কথা বললে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই পরীক্ষা বাতিলের দাবি খারিজ করে দেয়। তারপরও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, দেশে যেহেতু এখনও করোনা সংক্রমণ প্রবলভাবে দাপিয়ে বেড়াচ্ছে, তাই নিট ও জেইই আপতত স্থগিত করা হোক। যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ এই পরীক্ষা যেন না নেওয়া হয়। এমনকী বিজেপি নেতা সুহ্মমণ্যম স্বামী এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন।
এবার মমতা ও সুহ্মমণ্যম স্বামীর সঙ্গে সুর মেলালেন বিহারের চিরাগ পাসওয়ান ও তেজস্বী যা্দব। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, নিট, জেইই নিয়ে যেন তিনি ছাত্রছাত্রীদের ‘মন কি বাত’ শোনেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct