বেশ কিছু দাবিতে সরব হল সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার কর্মী সমর্থকরা। ঘূর্ণিঝড় আমফানেপ্রকৃত ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণ পায়নি বাকে রাজ্য জুড়ে অভিযোগ ছিল । সেই অভিযোগ তুলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থার দাবিতে মথুরাপুর দু নাম্বার বিডিও অফিসে গণ অবস্থান করে সিপিএমের সমর্থকরা। সেই সঙ্গে করোনা আবহে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার দাবি জানানো হয়। এই জোড়া দাবিতে সোমবার থেকে মথুরাপুর ২ নং বিডিও অফিসের সামনে ৭২ ঘন্টা গণ অবস্থান ও রিলে অনশনে বসল সিপিএম কর্মীরা। শতাধিক সিপিএম কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই কর্মসূচির দিচ্ছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। দাবিপূরণ না হওয়া পর্যন্ত এই রিলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct