অবিশ্বাস্য মনে হলেও সত্যি! পাঁচ বছরের এক শিশুর পেতে অস্ত্রোপচার করে বের হল ১৯০টি চুম্বকের বল। ঘটনাটি ঘটেছে চিনে। জিনজিয়াংয়ে পাঁচ বছরের এক শিশু কন্যাখেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলে। এই বলের সংখ্যা ছিল ১৯০টি। এগুলির আকার মোটামুটি মুক্তোর সাইজে। বেশকিছু দিন ধরে ওই শিশুটি অসুস্থ বোধ করার তাকে জিংজিয়াং এর এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন। সেইমতো এক্স রে করার পর ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়েছে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে। এক ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল। তবে শিশুটি এখন সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct