বিশ্বের অধিকাংশ দেশ করোনা আক্রান্ত। ইউরোপ আমেরিকাও হিমশিম খাচ্ছে করোনার মৃত্যু ঠেকাতে। কিন্তু অবাক করে দিয়েছে আফ্রিকার দুটি দেশ নামিবিয়া ও লেসোথো। সেখানে করোনা সংক্রমণে এখনো একজনেরও মৃত্যু হয়নি। এর মূল লকডাউন। মার্চের শুরু থেকে কঠিন লকডাউন চালু থাকায় এবং সব সীমানাসহ আন্তর্জাতিক ফ্লাইট যোগাযোগ বন্ধ থাকায় করোনার মহামারীতে আক্রান্ত হয়নি আফ্রিকার এই দুটি দেশ।
যদিও জানা গেছে, নামিবিয়ায় বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। যার মধ্যে ১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বাকি ২০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ৩৯ জনের মধ্যে বুধবার পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
তবে, নামিবিয়ার স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, নামিবিয়া সরকার করোনার শুরু থেকে যথেষ্ট সচেতন। তাই পুরো দেশে এখন পর্যন্ত কঠিন লকডাউন চালু থাকায় করোনা আক্রান্তের হার একেবারে কম। আর কারো মৃত্যু হয়নি।
একইভাবে করোনা আক্রান্ত হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ লেসোথোতে। বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মাত্র চারজন। এরমধ্যে দুইজন সুস্থ হয়েছেন, বাকি দুইজন এখনও চিকিৎসাধীন। সেখানে কঠোরভাবে লকডাউন চালু থাকায় মৃত্যু রক্ষা গেছে বলে দেশ দুটি দাবি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct