করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ একটি ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করলেন ব্রিটেনের একদল গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের তত্ত্বাবধানে ব্রিটেনে হাসপাতালের প্রায় দুই হাজার রোগীর ওপর এক পরীক্ষা চালানো হয়। তারপর ওই গবেষকরা দাবি করেন তারা ডেক্সামেথাসন নামে যে ওষুধ আবিষ্কার করেছেন তা করোনা প্রতিষেধক হিসেবে কাজ করবে। আর দাবি, এই ওষুধ করোনায় মৃত্যু হ্রাসে সহায়ক বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া এই ওষুধের দাম সাধ্যের মধ্যে হওয়ায় গরিব দেশগুলো লাভবান হবে।
এ ব্যাপারে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসারের বরাত দিয়ে বলেছে– এ ওষুধ করোনার পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল দিয়েছে। এটি বিশ্বব্যাপী আক্রান্ত মানুষের জীবন রক্ষা করবে।
গবেষক দলের প্রধান অধ্যাপক পিটার হরবি বিবিসিকে বলেন, করোনার রোগীদের শরীরে এ ওষুধ প্রয়েগে দেখা গেছে মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্য হারে কমেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এ ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা দেখার জন্য বিদ্যমান চিকিৎসায় বিশ্বের বৃহত্তম ট্রায়াল টেস্টের অংশ। ওষুধটি ইতোমধ্যে অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন প্রদাহ কমাতে ব্যবহৃত হয়ে থাকে।
এই ওষুধ ব্যবহারে করোনাভাইরাসে আক্রান্ত ২০ রোগীর মধ্যে প্রায় ১৯ জন হাসপাতালে ভর্তি না হয়ে সুস্থ হয়েছেন। তবে কারও কারও জন্য ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct