চতুর্থ দফায় লকডাউন মেয়াদ বাড়ালেও দেশজুড়ে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুতেই থামানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে করোনা আক্রান্তের সখ্য দাঁড়িয়েছে ৫৬১৫। এটি এ পর্যন্ত রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় প্রায় ১২৪ জন করোনা স্ক্রান্ত হয়ে মারা গেছেন। দেখা যাচ্ছে যে পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ১,০৬, ৭৫০জন। আর মৃত্যুর সংখ্যা ৩৩০৩। পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রের পর দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা তামিলনাড়ুতে। তারপরে রয়েছে গুজরাট। মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১৩২৫জন। মৃত্যুর দিক থেকে তার পরেই রয়েছে গুজরাট। সেখানে মৃত্যুর সংখ্যা ৭১৯। সে তুলনায় তামিলনাড়ুতে মৃতের সংখ্যা কম, মাত্রা ৮৪। তবে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেটাই আতঙ্ক হিয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct