ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পৃথিবী থেকে বিদায় নেবনা করোনা। এমনকি এইচআইভির মতোও হয়তো করোনারও প্রতিষেধক অধরা থেকে যাবে। করোনাক সঙ্গী করেই বাঁচতে হবে। তাহলে এর থেকে বেঁচে থাকার উপায় কি ? উপায় একটাই সতর্কতা ও পরিচ্ছন্নতা। করোনার সঙ্গে লড়তে হলে বদলে ফেলতে হবে অভ্যাস, আনতে হবে নতুন নিয়মরীতি। আর সেই অভিনব পথ দেখাচ্ছে চিন। বলা যেতে পারে যে, আপাতভাবে করোনা যুদ্ধে জয়ী চিন। লকডাউনের পর সেই রাস্তাই বেছে নিতে পারে ভারতকেও। স্যানিটাইজেশন ছাড়া আরো কোনো উপায় নেই। চিনে একজন ছাত্রকে স্কুলে প্রবেশ করতে হলে চার দফা স্যানিটাইজেশন যন্ত্রের বেড়াজাল টপকাতে হয়। আর তারই একটি ভিডিও এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে একজন ছাত্রকে কিভাবে স্যানিটাইজ করা হচ্ছে। প্রথম ধাপে শিক্ষার্থীর জুতো পরিষ্কার করা হচ্ছে। তারপর বাইরের থেকে পরে আসা মাস্ক খুলে ফেলতে হচ্ছে যথাস্থানে। দ্বিতীয় ধাপে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে হাত জীবাণুমুক্ত করা হচ্ছে। তৃতীয় ধাপে আরও একটি যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ দেহ জীবাণুমুক্ত করা হচ্ছে। অবশেষে একটি রোবটের মাধ্যমে মুখের ভিতর পরিষ্কার করা হচ্ছে। তারপরই মিলছে স্কুলে প্রবেশের অনুমতি। এই ভাবেই মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে চিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct