চেনা কালো কোর্টে আর নাও দেখা যেতে পারে আইনজীবীদের। সুপ্রিমকোর্ট সম্প্রতি এই ফরমান জারি করেছে আইনজীবীদের জন্য। একটি সার্কুলারে সুপ্রিমকোর্ট জানিয়েছে, সাম্প্রতিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোটা কালো কোট না পরে আদালতে আসা যাবে। মহিলারা পরতে পারবেন সাদা শাড়ি,সালোয়ার কামিজ বা শার্ট, পুরুষরা পরবেন সাদা শার্ট। উভয় নেক ব্যান্ড পরবেন। আপাতত সব কোর্টেই এই পোশাক পরা চলবে। প্রবীণ আইনজীবী মিলন মুখার্জি জানিয়েছেন দিল্লিতে গরমের জন্য শুধু কোট পরলেই চলে। গাউন পরতে হয়না। কলকাতা হাইকোর্টে একসময় প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর আইনজীবীদের গরমের সময় অতিরিক্ত ছুটি থেকে বিরত থাকতে একই ধরনের আবেদন করেছিলেন। যদিও তা কার্যকরী হয়নি। তাই সার্কুলার জারি করলেই নয় সেটা কার্যকরী করা দরকার। অন্যদিকে কলকাতা হাইকোর্টে জারি হয়েছে আরেকটি সার্কুলার। সেখানে লকডাউনের পরে কিভাবে হাইকোর্টের কাজ হবে তার পরামর্শ দেওয়া হয়েছে। সার্কুলার অনুযায়ী ২৫ শতাংশ আইনজীবী শুধু বারে বসতে পারবেন। বিচারপতিরাও অলটারনেটিভ ডিউটি করবেন। আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, মাত্র ২৫ শতাং আইনজীবী বসতে পারলেও কোর্ট খোলার বিষয়কে স্বাগত জানাচ্ছি। কারন এখন কোর্ট সম্পূর্ণ বন্ধ। কোর্ট দ্রুত খোলাই প্রয়োজন। ওই সার্কুলারে কবে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct