এ যেন আর একটা দিল্লির নিজামুদ্দিন। দিল্লির নিজামুদ্দিন তাবলীগি মারকাজে লকডাউন উপেক্ষা করে সমাবেশ করার অভিযোগ উঠেছিল। এই প্রায় একই অভিযোগ উঠল জৈন সাধুকে দেখতে আয়োজিত সমাবেশে। জৈন সন্ন্যাসী পরমসাগরকে স্বাগত জানাতে। বিশাল আয়োজন করা হয়েছিল যেখানে সংক্রমণের তোয়াক্কা না করেই সামাজিক দূরত্ব না মেনে বিশাল জমায়েত করা হল ল ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ওই রাজ্যের সাগর জেলায় মঙ্গলবার এক জৈন সন্ন্যাসীকে দেখতে লকডাউন ভেঙে সমাবেশে হাজির হন কয়েক হাজার মানুষ। যদিও সামাজিক দূরত্ব ও লকডাউন না মানার জন্য বিশেষ ব্যবস্থা নিতে আন্তঃরাজ্য বিশেষ কেন্দ্রীয় দলও গঠন করা হয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই মধ্যপ্রদেশের সাগর জেলায় এ বিশাল জমায়েত দেখা যায়। অথচ এই সাগর জেলাতেই এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৮৬। মারা গেছেন ২২৫ জন। মৃত্যুর মিছিলের মধ্যেও জৈন সন্ন্যাসী পরমসাগরকে স্বাগত জানাতে সাগর জেলার বান্দা শহরে ভিড় করেন অগণিত মানুষ। তাই নিজামুদ্দিনের পর সাগরে লকডাউন ভাঙার অভিযোগ উঠল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct