পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও লকডাউন চলছে দীর্ঘ দিনের ধরে। দেশের আর্থিক অবস্থা দিন দিন বেহাল হচ্ছে। মানুষ সব গৃহবন্দী, না করতে পারছে কাজ, না আছে উপার্জন আর না আছে মানসিক শান্তি। এখন মানুষের মুখে মুখে একটাই কথা ভেসে বেড়াচ্ছে, কি হবে আমাদের উপায়! সরকার তো তার অধীনস্থ কর্মচারীদের প্রত্যেক মাসে যেভাবে হোক মাইনে চুকিয়ে যাচ্ছেন কিন্তু বেসরকারি কর্মসংস্থানের কর্মীদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে। অনেকে দুমাস -তিন মাস কোন বেতন পাননি, সংসার চলছে যৎসামান্য কিছু সঞ্চয় এর অর্থ দিয়ে কিন্তু এভাবে কতদিন চলবে ! তার উপরে বিভিন্ন অর্থনীতিবীদের মত অনুসারে দেশের বিপুল সংখ্যক মানুষ হারাতে পারে তাদের কর্মসংস্থান। এ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন বেসরকারি ক্ষেত্রে কর্মরত কর্মীদের প্রতি মালিকপক্ষের সদয় হওয়ার জন্য। এদেশের একটি বৃহৎ সংখ্যার মানুষ যারা শিক্ষাক্ষেত্র থেকে অর্থ উপার্জন করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করতো, তারাও আজ গৃহবন্দী এবং তাদের মুখে ও দুশ্চিন্তার ছাপ আজ স্পষ্ট। সকলের মুখে এখন একটাই প্রশ্ন আর কতদিন চলবে ? লকডাউন এর পরবর্তী জীবন কেমন হবে !
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct