সামরিক বাহিনীতে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়োগ বিধি চালু হচ্ছে আমেরিকায়। নতুন আইনে কেউ যদি একবার করোনায় আক্রান্ত হয় তাহলে সুস্থ হলেও সে আর সেনাবাহিনীতে যোগ দিতে পারবে না। পেন্টাগনের কাছে ইউএস মিলিটারি এন্ট্রান্স প্রসেসিং কমিশনের পাঠানো এক রিক্রুটমেন্ট মেমো থেকে এ তথ্য জানা গিয়েছে। মেমোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে পেন্টাগনের মুখপাত্র জেসিকা ম্যাক্সওয়েল মেমোটি সঠিক বলে নিশ্চিত করেছেন। মেমো অনুসারে, সারা দেশে ৬৫টি সামরিক প্রবেশ প্রক্রিয়াকরণ স্টেশন (এমইপিএস) তালিকাভুক্ত নিয়োগকারীদের চিকিৎসার যোগ্যতা নির্ধারণের জন্য নতুন নির্দেশিকা কার্যকর করবে। নতুন প্রবেশের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। করোনায় আক্রান্ত কেউ সুস্থ হলেও আর সেনাবাহিনীতে যোগ দেওয়ার যোগ্য হবে না। তাদের মতে, এখন থেকে যারা নতুন নিয়োগ পাবেন তাদের শরীরের তাপমাত্রা নেওয়া হবে এবং যারা কোভিড -১৯ পজিটিভ হয়েছিলেন বা যাদের মাঝে করোনার লক্ষণ পাওয়া যাবে তাদের সনাক্ত করা হবে এবং সেনাবাহিনীতে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হবে। তবে কভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা কেন সেনাবাহিনীতে অযোগ্য হবে সে বিষয়টি স্পষ্ট নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct