করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করে ২৪০০ শ্রমিককে মার্চ মাসের বেতন দিল ডিজাইনটেক্স লিমিটেড নামের একটি পোশাক উৎপাদনকারি সংস্থা।লকডাউনের ফলে দেশের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ এবং শ্রমিকরা বকেয়া বেতন পাবেন কিনা এমন শঙ্কায় রয়েছেন। সে সময় একই দিনে কারখানা চত্বরে শ্রমিকদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে দাঁড় করিয়ে গত মাসের পাওনা টাকা শ্রমিকদের বুঝিয়ে দিল পোশাক কারখানাটি। ওই পোশাক উৎপাদনকারি সংস্থার কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নিজেদের স্টার্ফদের সামাজিক দূরত্ব বজায় রেখে বেতন দিয়েছি। একই সঙ্গে তাদের জানিয়ে দিয়েছি, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct