চিনের বাইরে কারণে ভাইরাস এবার একে একে বিভিন্ন দেশকে স্তব্ধ করে তুলছে। ইতালিতে ব্যাপক হারে কারণে আক্রান্তের ফলে মৃত্যু বাড়তে থাকায় পুরো দেশ অবরুদ্ধ হয়ে পড়েছে। যাকে বলে লক ডাউন। এই সেই ঘটনা ঘটল ইউরোপের দুটো বড় দেশ ফ্রান্স ও স্পেনে। এই দুটি দেশ এখন ইতালির মতো করোনা ভাইরাস প্রতিরোধে অবরুদ্ধ হয়ে গেছে। মানুষ একেবারে ঘরবন্দি হয়ে গেছে। সেখানেও মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে। স্প্যানিশ সরকারের তরফে বলা হয়েছে, কোনও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ যেন বের না হয়। উল্লেখ্য, স্পেনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯১ জন মারা গেছেন । ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
ফ্রান্সেও এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯১ জনের মারা গেছে। তাই ফ্রান্সের সব ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা এবং শপিংমল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct