শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তরা শিবের মাথায় দুধ ঢালবেন, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা।ঠিক সেখানে আসানসোলে জিটি রোডের আশ্রম মোড়ে শনি মন্দির এলাকায় এই উৎসবে একদল যুবক-যুবতী মন্দির চত্বরে দুধ-পাউরুটি-বিস্কুট খাওয়াবেন দুঃস্থ শিশুদের। তাদের মতে, দুধের অভাবে অপুষ্টিতে ভুগছেন শহরের দুঃস্থ ও পথশিশুরা। ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে ওইসব শিশুদের শরীরে। তাই দুধ অপচয় না করে শিশুদের খাওয়ানোর বার্তা দিতেই কর্মসূচি নেওয়া হয়েছে। আশ্রমমোড়ে শনিমন্দির এলাকায় শুক্রবার দুধ, পাউরুটি, বিস্কুট, চকলেট বিলি করা হয়। শিশুদের দুধের প্যাকেট ও ব্রাউন পাউরুটি দেওয়া হয়। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে ভক্তরা শিবলিঙ্গকে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করান। তারপর বেলপাতা, নীলকন্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা ফুল দিয়ে পুজো করা হয়। ব্রাদারহুড নামের এই সংস্থার সদস্যদের দাবি, এমন ভক্তিতে হয়তো খোদ মহাদেব খুশি হন না। এতো দুধের অপচয়ের চেয়ে দুঃস্থরা তা খেলে মহাদেব বেশি খুশি হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct