এটা খুবই পরিচিত ছবি। বিয়ের পর মেয়েদের ওজন প্রায় বেড়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে শরীর ভারি হয়ে যায় তাদের। তখন পাতলা মেয়েটির মোটাসোটা এক মহিলায় পরিণত হন। অনেকেই মনে করেন, বিয়ের পর অবাধ শারীরিক মিলনই ওজন বৃদ্ধি হচ্ছে। বাস্তবে অবশ্য এই ধারণা মোটেও ঠিক নয়। এ বিষয়ে চিকিৎসকরা বলে থাকেন, সুস্থ শারীরিক সম্পর্কের ফলে হার্ট ভালো থাকে ও মানসিক চাপ কমে। শারীরিক সম্পর্কের কারণে হার্ট ভালো থাকে, স্ট্রেস কমে। এ ছাড়া এক্সট্রা ক্যালোরি খরচ হয়ে যায়। ফলে ওজন কমে, বাড়ে না। মহিলাদের ওজন বেড়ে যাওয়ার কারণ হিসেবে বেশিরভাগ চিকিৎসকই জানিয়েছেন– নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে নয়, শরীরে কিছু হরমোনের পরিবর্তনের ফলে তাদের দেহের ওজনে প্রভাব ফেলতে পারে। এছাড়া বিয়ের পর নতুন একটা পরিবেশ, নতুন আবহাওয়া ও নতুন খাদ্যভাসের ফলে মহিলাদের ওজন বূদ্ধি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct