নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: কালিয়াচক বনি চাইল্ড মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিশিষ্ট চিকিৎসক ডা: হাজিরুল ইবকার, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, মালদা জেলা পরিষদ বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান, বিশিষ্ট চিকিৎসক দিবস সিনহা, কালিয়াচক বন্ধন ব্যাঙ্কের ম্যানেজার হিরণ সেখ ছাড়াও বিশিষ্ট শিক্ষাব্রতী ও সমাজসেবীরা ছিলেন। এদিনের বার্ষিক ক্রীড়া অর্থাৎ প্রতিযোগি ছাত্রছাত্রীদের জন্যে কমলা লেবু দৌড়, পুকুর ডাঙ্গা, ঝুড়িতে বল নিয়ে দৌড়ানো, অঙ্ক কষা, আটা লজেন্স দৌড়, সুঁচ সুতা দৌড় ছাড়াও ছিল আকর্ষণীয় অনুষ্ঠান। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। মিশনের ছাত্রছাত্রীদের এসো শ্যামল সুন্দর, রাধা কায়সে না জানে, বালা নাচো তো দেখি, ক্যাহতে হে হামকো প্যার সে ইন্ডিয়া ওয়ালে, ধাতিনা ধাতিনা, নানহামুন্না রাহি হো, ধিতাং ধিতাং বোলে সহ বিভিন্ন আকর্ষণীয় শিক্ষা মূলক ও শারীরিক চর্চার উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের খেলাধূলা করানো হয়। আমন্ত্রিত অতিথি বর্গদের মাধ্যমে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়। বনি চাইল্ড মিশনের ডিরেক্টর সামিম জাভেদ আলী বলেন, খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থতা বজায় রাখার জন্য বিশেষ প্রয়োজন। তাই পড়াশোনার পাশাপাশি খেলাও জরুরি। প্রতিবছরই আমাদের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে এবছরও জমজমাট ভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct