নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: অন্য রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জটিলতা রুখতে বৈঠক ডেকেছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সেই বৈঠকের শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তারা জানান আপাতত আলোচনার মাধ্যমে সমাধান সূত্র মিলেছে। তাই তারা বুধবার থেকে পুনরায় হিমঘর থেকে আলু সাপ্লাই শুরু করবেন। বৃহস্পতিবার সকাল থেকে বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেছে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। অন্য রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা জেনে সোমবার মধ্য রাত থেকে ধর্মঘট ডেকেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সোমবার খাদ্য ভবনে হিমঘর মালিক সংগঠন আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে ছিলেন রাজ্যে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তিন ঘন্টা ধরে ওই বৈঠক চলার পর ব্যবসায়ীরা সমাধান সূত্র খুঁজে পান। কিন্তু সোমবার রাত থেকে শুরু হওয়া ধর্মঘটের দরুন হিমঘরের মালিকরা মঙ্গলবার সকাল থেকে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে রাতের বিভিন্ন বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। পূর্ব বর্ধমানের পুলিশ লাইন বাজার স্টেশন বাজার নীলপুর বাজার সব জায়গায় খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছিল ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখি আলুর দর গোটা রাজ্যে ৪০ টাকা কিলো দরে পৌঁছে গিয়েছে। আলুর যোগান কম থাকায় দাম বৃদ্ধি বলে জানিয়েছিল ব্যবসায়ীরা। ধর্মঘট শুরু হয় প্রতি বস্তায় ২০০ টাকা করে বেশি আলো কিনতে হয়েছিল ব্যবসায়ীদের। তাই স্বাভাবিক বাজারেও মঙ্গলবার সকাল থেকে আলুর দাম বেড়ে যায়। যদিও মঙ্গলবার দুপুরে বিধানসভার বাইরে বেচারাম মান্না জানিয়েছিলেন সরকার আলোর যোগান ঠিক রাখার কাজ করছে। টানা বৃষ্টির জন্য আলু চাষ ১৫ দিন পিছিয়ে গিয়েছে। যে নতুন আলু ডিসেম্বরে ২০ থেকে ২৫ এর মধ্যে বাজারে আসার কথা ছিল, তা পেতে জানুয়ারি মাস হয়ে যাবে। তাই পুরনো আলুর ওপরই ভরসা করতে হচ্ছে আপাতত। আমাদের রাজ্যে এখন যে আলু আছে তা আগামী ৪৫ দিন পর্যন্ত যোগান দেবে ।তাই এই পরিস্থিতিতে বাইরে আলু যাওয়ার কোন প্রশ্ন নেই। এমত পরিস্থিতিতে খাদ্য ভবনে তিন ঘন্টার বৈঠক ও বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠকের পর ঠিক হয় বুধবার থেকে সমস্ত হিমঘর খুলে যাবে। বাজারে আলু সরবরাহ আগের মতই হবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, সাধারণ মানুষের ধর্মঘটের দরুন সমস্যা হচ্ছিল। সেই কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct