মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান টাউন হলে শুরু হলো সপ্তম লিটল ম্যাগাজিন মেলা ২০২৪, যা উদযাপন করছে সাহিত্য, সংস্কৃতি এবং সৃষ্টির বহুমাত্রিক দিক। এই তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করেন খ্যাতনামা “এবং মুসায়েরা” পত্রিকার সম্পাদক সুবল সামন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পুরপিতা শ্রী পরেশ সরকার, মহুকুমা শাসক সদর (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস এবং মহুকুমা শাসক সদর (দক্ষিণ) বুদ্ধদেব পান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপ সচিব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন বিশেষ সম্মানে ভূষিত হন “কারু বাসনা” পত্রিকার সম্পাদক সব্যসাচী সেন, যিনি আলোক সরকার স্মৃতি সম্মাননা অর্জন করেন। নর্থ ইস্ট লিটল ম্যাগাজিন স্টেডি অ্যান্ড রিসার্চ সেন্টার, গৌহাটি থেকে আগত পরিচালক জ্যোতির্ময় সেনগুপ্তও সম্মানিত হন। আগামীকাল মেলায় সুব্রত চক্রবর্তী স্মৃতি সম্মাননা প্রদান করা হবে সুমিতা চক্রবর্তীকে। মেলায় সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ বিভিন্ন তোরণ তৈরি করা হয়েছে। বাইরের তোরণ উৎসর্গ করা হয়েছে দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত ও রেভারেন্ড লালবিহারী দে-র স্মৃতিতে। ভিতরের তোরণ তৈরি হয়েছে সমরেশ বসু এবং নারায়ণ সান্যালের স্মরণে। এছাড়া মেলার অঙ্গনটির নাম রাখা হয়েছে সলিল চৌধুরীর স্মৃতিতে এবং মঞ্চটি উৎসর্গ করা হয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে লিটল ম্যাগাজিনের উপস্থিতি লক্ষ্যণীয়। পাশাপাশি আসামের গুয়াহাটির পত্র-পত্রিকাগুলিও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। মেলায় রয়েছে চিত্র প্রদর্শনী এবং দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শশালা, যা সাহিত্যপ্রেমীদের আনন্দে উদ্বেলিত করছে। এই মেলা কেবল সাহিত্য ও সৃজনশীলতার উৎসব নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন লেখক ও পত্রিকাগুলি তাদের চিন্তা ও সৃষ্টিকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। লিটল ম্যাগাজিনের ঐতিহ্য এবং সৃজনশীলতার প্রাসঙ্গিকতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মেলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct