বিশ্বে যে কজন মুসলিম দেশপ্রধান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তার মধ্যে অন্যতম হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার সেই এরদোগান একটি ভিডিও ভাইরাল হল। সেই ভিডিওটি অবশ্য কোনো রাজনৈতিক বক্তৃতা নয়, সেটি তার নাতিকে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শেখানোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তার নাতিকে খুবই মনোযোগ সহকারে পবিত্র কুরআন শেখাচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান।
শুক্রবার তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক ছবিটি প্রথম পাতায় ছাপিয়েছে। সেই সঙ্গে লিখেছে, গভীর রাতে বা ফজর নামাজের পরে কিছুটা অবসর সময় পান তুরস্কের প্রেসিডেন্ট। সে সময়ে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। মাঝেমধ্যে সময় পেলেই নাতিকে কুরআন শেখাতে বসে যান এরদোগান।
তিনি নিজে একজন কুরআনের হাফেজ (পুরো কুরআন যার মুখস্থ)। পৃথিবীতে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি একাধারে প্রেসিডেন্ট এবং পবিত্র কুরআনে হাফেজ। সেদেশের পার্লামেন্টে মাঝে মাঝেই তিনি নামাজের ইমামতি করেন এছাড়া তুরস্কের অনেক মসজিদেও ইমামতি করেছেন। তবে জানা গেছে, এই সময়ের ছবি নয় এটি। ২০১৬ সালের ১৫ জুলাইয়ে তোলা ছবি এটি।
এ প্রসঙ্গে এরদোগান দেশটির বেসরকারি টিভি চ্যানেল ২৪ টিভিতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ছবির শিশুটি আমার নাতি আহমেদ আকিফ। আমার জামাতা তুরস্কের অর্থবিষয়ক মন্ত্রী বেরাত আলবায়রাকের ছেলে। ছবিটি মারমারিসে সেই রাতে তোলা হয়েছিল যে রাতে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা করা হয়েছিল। আমি সেদিন আমার নাতিকে বলেছিলাম দৈনিক পাঁচ পৃষ্ঠা করে কুরআন পড়তে। এরদোগানের সঙ্গে পড়তে পড়তে ধীরে ধীরে কুরআন পড়া শিখে গিয়েছিল তার নাতি, একথা নিজেই জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct