আপনজন ডেস্ক: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ৫৫ বছরের পুরনো একটি মসজিদ ভাঙার দাবিতে হিন্দু সংগঠনগুলির চলমান আন্দোলন নৈনিতাল হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনোজ কুমার তিওয়ারি ও বিচারপতি রাকেশ থাপলিয়ালের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত রাজ্য সরকার ও পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে, যাতে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। রিট পিটিশন দায়ের করে ‘অল্পসংখ্যক সেবা সমিতি’। তাতে বলা হয়, উত্তরকাশীর ভাটওয়ারি রোডের জামা মসজিদ ১৯৬৯ সালে বেসরকারি ভাবে কেনা জমিতে তৈরি হয়েছিল। ১৯৮৭ সালে, ভাটওয়ারি রোডের জামা মসজিদটি আনুষ্ঠানিকভাবে ওয়াকফ সম্পত্তি হিসাবে নিবন্ধিত হয়েছিল। তবে, ২০২৪ সালের সেপ্টেম্বরে, সংযুক্ত সনাতন ধর্ম রক্ষা সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের জিতেন্দ্র সিং চৌহান, স্বামী দর্শন ভারতী, সোনু সিং নেগি, লখপত সিং ভান্ডারি এবং অনুজ ওয়ালিয়া মসজিদটি ভেঙে ফেলার হুমকি দিতে শুরু করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct