মালদা, ৭ নভেম্বর : তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল বামপন্থী শ্রমিক সংগঠন টি ইউ সি আই।
বৃহস্পতিবার সারা শহরে মিছিল করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন ম্যাজিক ও টোটো চালকরা। এরপর তাদের দাবি পত্র জেলা শাসকের হাতে তুলে দেন। সংগঠনের নেতা চন্দ্রকান্ত দাস জানিয়েছেন, ১)টোটো ও ম্যাজিক চালকদের পুলিশি হয়রানি বন্ধ করা। ২) সমস্ত টোটো লাইসেন্স ও নির্দিষ্ট রুটের ব্যবস্থা করা।৩) লোন পরিশোধের জন্য ব্যাংকের হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে তারা একটি দাবিপত্র জেলা শাসকের হাতে তুলে দেন।
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ, শহরে মিছিল করে ম্যাজিক ও টোটো চালকরা জেলা প্রশাসন ভবনের সামনে উপস্থিত হন। সেখানে তারা নিজেদের দাবি জানিয়ে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।পরিস্থিতি সামাল দিতে সেখানে আগে থেকেই মোতায়েন ছিল ইংরেজবাজার থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে তারা একটি দাবিপত্র জেলা শাসকের হাতে তুলে দেন।
ডেপুশনের পর সংগঠনের পক্ষ থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct