এবারে চিনে জারি হলো কারফিউ। তবে তা সাধারণ মানুষের জন্য নয়। কারফিউ জারি হয়েছে ভিডিও গেমিং- এর ওপর। শুধু মাত্র আল্প বয়সীদের জন্যই তা কার্যকর থাকবে। মঙ্গলবার চিন সরকার ঘোষণা করেছেন।
সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, আল্প বয়সী বাচ্চাদের জন্য ভিডিও গেমিং-এর ওপর কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে এই কারফিউ কার্যকর হবে। কারফিউয়ের আওতায়
জানা গেছে, ১৮ বছরের নিচের বাচ্চারা রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনলাইনে ভিডিও গেম খেলতে পারবেন না। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে তারা ৯০ মিনিট বা দেড় ঘণ্টার বেশি গেম খেলতে পারবেন না। অন্যদিকে ছুটির দিন গুলোর ক্ষেত্রে এই মাত্রা ৩ ঘণ্টা।
মূলত ভিডিও গেমর আসক্তি কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছে চিন সরকার। দেশটির কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত মাত্রই ভিডিও গেমর ফলে শিশুদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে। এ কারণে তারা দীর্ঘদিন ধরেই ভিডিও গেমের ওপর কড়াকড়ি আরোপের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছিলেন।
প্রসঙ্গত, বর্তমানে গেমিং মার্কেটের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এই বছরই প্রথমবারের মতো বেইজিংকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct