নিজস্ব প্রতিবেদক, খড়্গপুর, আপনজন: গত ১৪ অক্টোবর ২০২২ এ খড়্গপুর আই আই টি’র ছাত্র ফয়জান আহমেদের এবং ১৭ ই জুন,২০২৪ এ দেবিকা পিল্লাই এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই দুই মৃত্যুকে খুন বলে দাবি করে সোমবার আই আই টি মেন গেট অবস্থান, বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো সি পি আই এমের খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির নেতৃত্বে।
সিপিআইএম এর পক্ষ থেকে দাবি হয় অবিলম্বে হাইকোর্টের নজরদারিতে সিবিআই কে তদন্তের দায়িত্ব দিতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শান্তি দিতে হবে৷ আরও দাবি করা হয়, খুনের ঘটনাকে নিছক আত্মহত্যা বলে মানুষের কাছে হাজির করার জন্য ও নিজ কর্তব্যের গাফিলতির জন্য ডাঈরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারী ও সিনিয়র সিকিউরিটি অফিসার পারমদ কুমারের গ্রেপ্তার ও পদত্যাগ করতে হবে।
এদিনের কর্মসূচিতে ডাইরেক্টর ভিকে তিওয়ারী ও সিনিয়র সিকুরিটি অফিসার পারমদ কুমারের কুশপুতলিকা দাহ করা হয়। এদিনের কর্মসূচিতে অমিতাভ দাস, সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ ও হরেকৃষ্ণ দেবনাথ প্রমুখ সি পি আই এম নেতৃত্ব বক্তব্য রাখেন। এদিন খড়গপুর টাউন থানায় সিপিআইএম এর পক্ষ থেকে ভিকে তিওয়ারী ও পারমদদের বিরুদ্ধে এফআইআর করা হয়।
পাশাপাশি যতক্ষন না সত্য উৎঘাটিত হয়ে দোষীরা দৃষ্টান্ত মুলক শাস্তি পাবে ততদিন লাঘাতার আন্দোলন কর্মসুচি চলবে বলে সি পি আই এম পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct