গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপের সৌন্দর্য আর সুবাসে মুগ্ধ হয়ে থাকেন সকলেই। তার সঙ্গে সঙ্গে গোলাপের রয়েছে নানান ভেষজ গুণ। সেই প্রাচীনকাল থেকেই গোলাপ ফুল ব্যবহার হয়ে আসছে সৌন্দর্য চর্চায়। এখন বিভিন্ন প্রসাধনসামগ্রীতে গোলাপের পাপড়ি, নির্যাস প্রভৃতি ব্যবহার হয়ে থাকে।
গোলাপের পাপড়ি :
ত্বকের যত্নে খুবই কার্যকারী গোলাপের পাপড়ি। পাপড়িতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ফ্রি র্যাডিকেলসের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। এক চা চামচ গোলাপের পাপড়ি বাটা বা গুঁড়ো ও মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক সতেজ থাকে।
যারা রোদে পোড়া ত্বকের সমস্যা ভুগছেন, তাদের জন্যও গোলাপের পাপড়ি বা পাপড়ির মিশ্রণ খুবই উপকারী। পাপড়িতে থাকে ভিটামিন-সি যা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব রক্ষা করে।
রোদে পোড়া দাগ দূর করতে এক কাপ ফুটানো জলে একমুঠো গোলাপের পাপড়ি দিয়ে আধা ঘণ্টা পর ছেঁকে নিন। প্রতিদিন রোদে পোড়া ত্বকের ওপর ব্যবহার করুন। ত্বক ধীরে ধীরে এর স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে পাবে।
গোলাপজল :
গোলাপজল ও ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। ফ্রেশ অর্গানিক গোলাপজল ক্লিনজিংয়ের পর ব্যবহার করুন, ত্বক সতেজ ও উজ্জ্বল হবে। বাড়ি থেকে বাইরে বের হওয়ার আগে ত্বকে আলতো করে গোলাপজল লাগিয়ে নিন। এটি প্রাকৃতিক সানব্লক হিসেবে কাজ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct