নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বৃহস্পতিবার ভোর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুই দিনমজুরের শোয়ার ঘর ও গোয়াল। প্রথম অগ্নিকাণ্ডটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা নয়াটোলা গ্রামে।আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে মদন ঘোষের দুটি গোয়াল।মোশা তাড়ানোর ধূপ থেকে এই আগুন ছড়িয়ে পড়ে বলে জানান ক্ষতিগ্রস্ত মদন।তুলসীহাটা থেকে একটি দমকল ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অপরদিকে এদিন ভোরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের বাসিন্দা পঞ্চানন্দ মন্ডলের দুটি শোয়ার ঘর।আগুন কিভাবে তার বাড়িতে ছড়িয়ে পড়ল তা কিছুই বলতে পারছে না পঞ্চানন্দ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ভোরে পঞ্চানন্দের শোয়ার ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে।পরিবারের লোকেদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।দমকলের একটি ইঞ্জিন আসার আগেই বাড়িতে থাকা আসবাবপত্র,খাদ্যশস্য,টাকা ও নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীরা ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct