ইয়াহু গ্রাহকদের তথ্য চুরির ঘটনা সারা পৃথিবীজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে সংখ্যাটা চমকে দেয়ার মতো। গত বছর হ্যাকাররা প্রায় ৩০০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে ‘ইয়াহু’ কর্তৃপক্ষ। গত ডিসেম্বর মাসে প্রথম তথ্য হাতানোর কথা ঘোষণা করে ইয়াহু। চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, ইমেল আইডি, ফোন নম্বর, জন্মদিন এবং নিরাপত্তা-সংক্রান্ত প্রশ্নোত্তর।এছাড়া আরও তথ্য ও রয়েছে।এই ঘটনা প্রকাশ্যে আসায় ইয়াহু জানায়, ২০১৩ সালের অগাস্ট মাসে এক অননুমোদিত ‘থার্ড পার্টি’ প্রায় ১০০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। সংস্থা আরও জানিয়েছে, তাদের গোপন কোড-ও হয়ত হ্যাকারদের হাতে চলে গিয়ে থাকতে পারে। এই চুরিকে সংস্থার ইতিহাসে বৃহত্তম বলেও অভিহিত করেছিল ইয়াহু।যদিও
গত বছরের সেপ্টেম্বর মাসেই সংস্থা জানিয়েছিল, তাদের সার্ভার থেকে প্রায় ৫০ কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। কিন্তু বর্তমানে তারা বলছে সংখ্যাটা ১০০ কোটি নয়, ৩০০ কোটি। এক সময়ে বিশ্বের অন্যতম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে নামডাক ছিল এই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার। কিন্তু, পরবর্তীকালে, সংস্থার গুণগতমান পড়ে যাওয়ায়, গুগল এবং ফেসবুকের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে ইয়াহু পিছিয়ে যায়। সাম্প্রতিককালে, বিভিন্ন সমস্যায় জর্জরিত ইয়াহু।চলতি বছরের জুন মাসে ভেরিজন কিনে নেয় ইয়াহুকে। তথ্য চুরির ঘটনা জানাজানি হওয়ার পর ভেরিজন জানিয়ে দিয়েছে, ইয়াহু কেনা তাদের ভুল হয়নি, এমনকি আফসোসও নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct