নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারক।সন্দেশখালি কাণ্ডের নেজাট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানের দুটি পৃথক মামলা হয়েছে। ৮ নম্বর মামলায় ১২ দিনের জন্য জেল হেফাজত হলো। আর একটি ৯ নম্বর মামলায় ২ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের বিচারক। ফলে বৃহষ্পতিবার সিবিআইকে খালি হাতে ফিরতে হলো আদালত চত্বর থেকে।
৮ নং কেস :
১) শেখ শাজাহান
২) মেহেবুর মোল্লা
৩) সুকমল সরদার কে ১২ দিনের এবং ৯ নম্বর কেসে ২ দিনের জেল হেফাজত অর্থাৎ আগামী ৯ এপ্রিল ফের এই ৩ জনকে আদালতে হাজির করা হবে। অন্য দিকে সন্দেশখালী থানার ৯ নম্বর কেসে ১)আইজুল শেখ, ২) এনামুল শেখ,
৩) হাজিনূর শেখ,,৪) সঞ্জয় মণ্ডল,
৫) আলি হোষেন ঘরামি, ৬) ফারুক আকুঞ্জি, ও ৭) সিরাজুল মোল্লা কে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ২ এপ্রিল ফের তাদের বসিরহাট আদালতে হাজির করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct