আপনজন ডেস্ক: বয়সটাকে সংখ্যার হিসাবে আটকে রেখেছেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সেও ছড়াচ্ছেন পুরনো দ্যুতি। তবুও বয়স বাড়ায় স্বাভাবিকভাবে অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। সম্প্রতি অ্যারাবিয়ান মিডিয়া কোম্পানি এমবিসির সাক্ষাৎকারে রিটায়ারম্যান্ট নিয়ে মেসি বলেন, ‘দলকে যখন সাহায্য করতে পারব না, তখন সিদ্ধান্ত নেব।’ ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি। নিয়মিত খেলছেন জাতীয় দলের হয়েও। দেখাচ্ছেন ফর্ম। ছন্দময় মেসি এমবিসির ‘বিগ টাইম’ পডকাস্টে বলেন, ‘সত্যি বলতে অবসর নিয়ে আমি এখনও ভাবিনি। এরপর কী হবে, সেটা না ভেবে প্রতিটি দিন আর মুহূর্ত ধরে উপভোগের চেষ্টা করি।’ মেসি বলেন, ‘বিষয়গুলো এখনো আমার কাছে পরিষ্কার নয়। আরো কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার আশা আমার, যেটা আমি পছন্দ করি। যখন সময় আসবে, তখন নিশ্চিতভাবেই কী আমাকে পূর্ণতা এনে দেবে, কী পছন্দ করি এবং নতুন ভূমিকা কী হবে, সেটা আমি খুঁজে নেবো।’ কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোরি অধীনে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও তিনি। দুর্দান্ত মেসি জানালেন, যখন দলের হয়ে অবদান রাখতে পারবেন না, তখনই তুলে রাখবেন বুটজোড়া। মেসি বলেন, ‘সেই (অবসরের) মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না...।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct