আপনজন ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করার ঘোষণা করল আইএসএফ। এই আটটি আসনের মধ্যে স্থান পায়নি বহু চর্চিত ডয়মন্ডহারবার। বামেদের সঙ্গে আলোচনার শেষে ফুরফুরায় আইএসএফের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক বৃহস্পতিবার আইএসএফ আটটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তেরর কথা জানান। সেই আটটি কেন্দ্র হল বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ। বাম জোটের প্রতি দরজা খোলা রেখে আইএসএফ সিপিএমে নেতৃত্বকে শর্ত দিয়েছে, যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করলে আইএসএফ প্রার্থী দেবে না সেখানে। যদিও সিপিএম যাদবপুরে তাদের প্রার্থী বদলাবে না বলে জানিয়ে দিয়েছে। অন্যদিকে, ডায়মন্ডহরাবারে দাঁড়ানোর ব্যাপারে নওশাদ সিদ্দিকী ইচ্ছা প্রকাশ করলেও আইএসএফের নির্বাচনী কমিটি এখনও তাতে সিলমোহর দেয়নি। সূত্রের খবর, আইএসএফ মনে করছে নওশাদ প্রার্থী হলে জোর লড়াই হবে। তবে আইএসএফের আশঙ্কা তাতে ফায়দা পেতে পারে বিজেপি। সেক্ষেত্রে ভুল বার্তা যাাতে না যায় তার জন্য ভেবে দেখছে আইএসএফ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct