নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি, আপনজন: শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মাফুজার মোল্লার বাড়িতে নোটিশ দিল সিবিআই। আগরহাটির আব্দুল আলিম মোল্লার বাড়িতে নোটিশ দিল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হল। শাহজাহানের ভাই আলমগীরকে তলব করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে তাকে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়াতে ইডি তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় । আমলা চালানো হয় কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও সংবাদমাধ্যমের ওপরে। এরপর বুধবার বিকেলে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের একটি দল সন্দেশখালি গিয়েছিল। সেখানেই আলমগীরকে নোটিশ ধরিয়ে নিজাম প্যালেসের তলব করে সিবিআই। এদিকে বুধবার মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে। অন্যদিকে, সন্দেশখালি কান্ডে সাতজন গ্রামবাসীকে গ্রেফতার করেছিল সন্দেশখালি থানার পুলিশ। তাদেরকেই হেফাজতে নেওয়ার আবেদন জানাল সিবিআই। সিবিআই আধিকারিকরাবুধবার বসিরহাট মহকুমা আদালতে আবেদন করকরে । ২০ ফেব্রুয়ারি তাদেরকে আদালতে তোলা হয়েছিল ৮ নম্বর কেসে। ধৃতরা হলেন-- ১,আলী হোসেন ঘরামী ২,সঞ্জয় মন্ডল ৩,সুকমল সদ্দার ৪,মেহেবুব মোল্লা ৫, আমিনুর শেখ ৬,এনামুল শেখ ৭,আইজুল শেখ । এই সাতজন এখন জেল হেফাজতে রয়েছে। এদের বিরুদ্ধে এলাকায় উস্কানিমূলক মন্তব্য , একাধিক জায়গায় জমায়েত, অগ্নিসংযোগ, বাড়ি ঘর ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে। সন্দেশখালি কান্ড নিয়ে একের পর এক অভিযুক্তরা সিবিআই হেফাজাতে যাওয়ায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct