আপনজন ডেস্ক: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে রবিবার। ফলে আজ সোমবার থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে দেশটির আকাশে নতুন চাঁদ দেখা যায়। এর আগে, বিকেল ৫টা ৩০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়।এছাড়া তুমাইরেও প্রায় সমান প্রস্তুতি নেয়া হয়। তবে দুপুরের একটু পর সেখানে ধূলিঝড় শুরু হয়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়। সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, ‘এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।’ কিন্তু পরবর্তীতে চাঁদের দেখে মেলে। এরপর পবিত্র কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি। অবশেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়। তবে রোববার সৌদিতে রমজানের চাঁদ দেখা গেলেও অস্ট্রেলিয়াসহ মধ্য আরো বেশ কয়েকটি মুসলিম দেশে নতুন চাঁদ দেখা যায়নি। অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে দেশটিতে শাবান মাস শেষ হবে সোমবার। আর পবিত্র রমজান শুরু হবে মঙ্গলবার থেকে। ভারত সহ পশ্চিমবঙ্গেও মঙ্গলবার থেকে রোজা শুরুর সম্ভাবনা। যদিও তা নির্ভর করছে আজ রমজান মাসের চাঁদ দেখার উপর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct