নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: ২৮ জানুয়ারি শেখ শাহজাহান আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন বারাসত আদালতে । ২৬ ফেব্রুয়ারি তার আগাম জামিনের শুনানির দিন ধার্য হয়েছিল। এদিকে আইনজীবী যুগল কিশোর মন্ডল ও অমল সাঁধুখা মারা যাবার কারণে বারাসাত আদালতে সোমবার পেন ডাউন। কোন আইনজীবীরাই কাজ করবেন না। সে ক্ষেত্রে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানির তারিখ পরিবর্তন হতে পারে এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে যদি শেখ শাহজাহানের আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কাছে এই মামলা করানোর জন্য আবেদন করে সে ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন কনসিডার করলেও করতে পারে। এদিকে, জমি দখলের অভিযোগে অভিযুক্ত সন্দেশখালি ব্লক সভাপতির পদ থেকে অজিত মাইতিকে সরিয়ে দিল তৃণমূল। অজিত মাইতিকে সরিয়ে দুজনকে কনভেনার করল দল । দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য পার্থ ভৌমিক।শেখ শাহজাহান যত সময় গ্রেপ্তার না হচ্ছে তত সময় আন্দোলন থামাবেন না বলে জানাচ্ছেন এলাকার মহিলারা।পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ চলে এলাকার মহিলাদের।মন্ত্রী সুজিত বসু আসার আগেই শাড়ি হাতে সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভ ।মন্ত্রী আসলে শাড়ি পরে বসে থাকুন দাবি মহিলাদের। অন্যদিকে, সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ২১ দিনের মাথায় সন্দেশখালিতে পৌঁছানোর চেষ্টা করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধি দল। শনিবারই বিকেলে তারা দিল্লি থেকে কলকাতায় আসেন। রবিবার সকালে তারা বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালি যাওয়ার জন্য হোটেল থেকে বেরোলে ভোজের হাটেই আটকে দেয় পুলিশ। পুলিশ জানায় ওই সব অঞ্চলে ১৪৪ ধারা জারি আছে বলে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে ধামাখালি জেটি ঘাটের দিকে যেতে দেওয়া হবে না। তখনই পুলিশের সঙ্গে ফ্যাট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের শুরু হয় বাগ বিতান্ডা। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের অভিযোগ সন্দেশখালি নির্যাতিত মানুষদের অভাব অভিযোগ সোনা এবং সুরাহা করার জন্য তারা সন্দেশখালি যাচ্ছিলেন। কিন্তু সন্দেশখালি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরেই পুলিশ তাদের আটকে দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct