আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার গ্রাম পঞ্চায়েত সামনে ১০০ দিনের কাজের বঞ্চিতদের সাহায্য করতে এবার বুথে বুথে সহায়তা শিবির করা নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে তৃণমূলের পক্ষ থেকে। যদিও ১০০ দিনের কাজের টাকা সহ প্রধানমন্ত্রীর আবাস যোজনার বকেয়া টাকা ফিরিয়ে আনতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভ করে। আর সেখানেই রাজ্য থেকে হাজার হাজার মানুষ সেই অবস্থান-বিক্ষোভে সামিল হন। তবুও কর্ণপাত নেই কেন্দ্র সরকারের, বলে অভিযোগ তৃণমূলের। গত কয়েকদিন আগে কলকাতায় ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলেও এবার ১০০ দিনের কাজের টাকা দেবে রাজ্য। ২৪ লাখ ৫০ হাজার বঞ্চিতদেরকে টাকা দেওয়া হবে। এবার ১০০ দিনের কাজের সাথে যুক্ত শ্রমিকদের সহায়তা করতে বুথে বুথে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন নদীয়ার পাশাপাশি শান্তিপুরে এই সহায়তা শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। তবে প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রাপকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct