নিজস্ব প্রতিবেদক, চোপড়া, আপনজন: সমাজ সেবামূলক সংস্থা ‘মানবতা’র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার ইসলামপুর চোপড়ার চেতনগাছি গ্রামে চার সন্তানহারা শোকাহত পরিবারগুলিকে সান্তনা ও সমবেদনা জানাতে পৌঁছে গিয়ে মানবিকতার এক নিদর্শন তৈরি করলো।এবং পরিবার গুলোর সঙ্গে দেখা করার পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ইচ্ছা থাকলেও চার শিশু-কিশোর দের কবরস্থানে পৌঁছে কবর জিয়ারত করতে পারেনি সীমান্ত সংক্রান্ত বিধি নিষেধের কারণে। ‘মানবতা’র এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলো- তৌফিক আহমেদ, মামুন হায়দার মন্ডল, পারভেজ মোশারফ, মোহাম্মদ মোবিন ও আবুজার গফ্ফারি । প্রসঙ্গ, গত সোমবার ১২ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছি গ্রামে বিএসএফের নালায় পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল গোলাম মুস্তাফা (৫),ইউসুফ আলী (৬),মুহাম্মদ ইসলাম (৫),এবং তালেব আলী (১২) নামে ফুলের মতো নিষ্পাপ চার শিশু-কিশোর। সরকার ও সরকার বিরোধী সব পক্ষ,স্থানীয় প্রশাসন, রাজ্য শিশু সুরক্ষা কমিশন সহ অনেকেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামে গিয়ে সন্তানহারা শোকাতুর পরিবার গুলির সাথে দেখা করে ও সমবেদনা জানায়। ‘মানবতা’র প্রতিনিধিদল এই গ্রামে পা দেয়। তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct