আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় নিবিড় পরিচর্যায় থাকা পাঁচ রোগীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।প্রতিবেদনে জানানো হয়, প্রায় এক সপ্তাহ ধরে নাসের নামক হাসপাতালটি ঘেরাও করে রেখেছিল ইসরায়েলি সেনারা। ফলে সেখানে হাসপাতালের কর্মী, রোগী এবং অন্যান্যরা তাপ, খাবার ও পানিসহ প্রয়োজনীয় সরবরাহের সংকটের মধ্যে ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়েছে ইসরায়েল বাহিনী।হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, সেটি দখল করার কয়েক ঘণ্টা আগে হাসপাতাল কমপ্লেক্সকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে করে কমপ্লেক্সের ভেতরে থাকা এক রোগী নিহত হন। এসময় আহত হন আরো ছয়জন।ইসরায়েল বাহিনীর এই হামলায় রোগী, কর্মী নির্বিশেষে সেখানকার শত শত মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রয়োজনীয় অনেক চিকিৎসা সরঞ্জামও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। পরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে সেখানে নিবিড় পরিচর্যায় থাকা পাঁচ রোগীর মৃত্যু হয়।হামলার বিষয়ে সামরিক বাহিনী বলেছে, তাদের বিশ্বাস, হাসপাতালটিতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের দেহাবশেষ রয়েছে। সেগুলো উদ্ধার করতেই এই হামলা পরিচালনা করেছে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct